chandpurdarpan
২৪ অক্টোবর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মা-বোনরা এবার তাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দিতে পারবেন : বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা

মতলব উত্তরের ফরাজীকান্দিতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশি তানভীর হুদা।


শামসুজ্জামান ডলার, মতলব উত্তরঃ চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি সমৃদ্ধ হয়েছে মূলত মা-বোনদের কারনেই। মা-বোনরাই বিএনপির প্রানশক্তি। আর বিএনপি নামক দলটি এদেশের সাধারণ মানুষের দল, মা-বোনদের দল। সেই মা-বোন আর সাধারণ মানুষরা দীর্ঘ্যদিন তাদের দলকে, তাদের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারেনি। এবার সময় আসছে তাদের ভোট দেয়ার। মা-বোনরা এবার তাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দিতে পারবেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর দেওয়ান বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।
স্থানীয় বিএনপির সভাপতি আব্দুল খালেক মিনু দেওয়ানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির,
মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ মোঃ গিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্যাহ প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদকর মফিজুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন রনি প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা আরো বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নির্যাতন করে শরীরের হাড়গোর ভেঙ্গে দিয়েছে। চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যাওয়ার পর এই সরকার তাকে আর দেশে আসতে দেয়নি। তাঁর জীবনটা ধ্বংস করে দিয়েছে।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তানভীর হুদা বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে জনসম্পৃক্ততায় এগিয়ে থাকা নেতার হাতেই ধানের শীষ দেয়া হবে সেই বিশ্বাস আমার আছে, আমাদের আছে। দলীয় মনোনয়ন নিয়ে আমরা অস্থির না, দলীয় প্রতীক আমারই পেতে হবে এমনটাও না। আমি দলীয় প্রতীকের সাথেই আছি, যিনিই দলীয় প্রতীক ধানের শীষ পাবেন আমি তার জন্যই আন্তরিক হয়ে কাজ করবো।

তিনি আরো বলেন, বিএনপির ওপর সাধারণ জনগনের অনেক আস্থা। তাই তাদের আস্থা ধরে রাখতে সাধারণ মানুষের ঘরে ঘরে যান, প্রিয় নেতা তারেক রহমানের সালাম পৌঁছেদেন। তাঁর ৩১ দফা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করেন। পুরুষ ভাইদের পাশাপাশি মা-বোনরাও বাড়ী বাড়ী গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন।

ওঠান বৈঠকে মা-বোরদের ব্যাপক উপস্থিতি  দেখে তিনি বলেন, এই ওঠান বৈঠকে মা-বোরদের এতো উপস্থিতিই প্রমান করে দেশের বৃহৎ স্বার্থে, নিজের পরিবার ও সমাজের স্বার্থে পুরুষের পাশাপাশি মা-বোনরাও রাজনৈতিক সচেতন। তাদের এই সচেতনতা সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর জেলায় প্রাথমিক শিক্ষার্থীর জন্যে ১২ লাখ ১৭ হাজার বই বরাদ্দ চেয়ে চিঠি প্রেরণ

নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে অপূর্ণতা পূর্ণ করুন : লায়ন মো. হারুনুর রশিদ

তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত

সাংবাদিক শরীফ চৌধুরী নামে ভুয়া ফেসবুক আইডি

রাজধানীতে গুলিতে নিহত যুবদল নেতা কিবরিয়া ॥ মতলব উত্তরেও শোকের ছায়া

নামের মিল আর পুলিশের ভুলের কারনে গেলো ১ মাস যাবত জেলহাজতে ভ্যানচালক নিরপরাধ আমান ॥ মূল আসামী পলাতক

সকলের সহযোগিতা পেলে ঐতিহ্যবাহী চাঁদপুরকে চাঁদনগরে রুপান্তর করা সম্ভব : নবাগত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

ফরিদগঞ্জে  হত্যাকান্ডের প্রধান আসামী রবিন গ্রেফতার

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে : লায়ন হারুনুর রশিদ

আজ দায়িত্ব নিচ্ছেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক নাজমুল ইসলাম

১০

মতলবে আইসিডিডিআরবি’র ৫৬ শতক জমি দখলমুক্ত

১১

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মোবাইল নম্বর হ্যাক ॥ সতর্ক থাকার আহ্বান সংবাদ সম্মেলনে ড. মোহাম্মদ জালাল উদ্দিন

১২

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশ

১৩

আমাদেরকে  প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে  ভোট চাইতে হবে : অ্যাড. সলিম উল্যা সেলিম

১৪

চাঁদপুরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় আমি দায়িত্ববোধ নিয়ে কাজ করেছি : বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

১৫

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স

১৬

লক্ষ্মীপুর ও মৈশাদী ইউনিয়নে গণসংযোগ করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

১৭

চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের কার্য নির্বাহী পরিষদের সভা

১৮

কচুয়া উপজেলার সীমান্তবর্তী কাঠালিয়া গ্রামের রাস্তা এখনও কাঁচা, দুর্ভোগের শেষ নেই

১৯

ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করণের জন্য ছাত্র সমাজের নেতৃত্ব প্রত্যাশা করছি : লায়ন মো. হারুনুর রশিদ

২০