
স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই”-এই শ্লোগানকে সামনে রেখে সনাক-চাঁদপুরের আয়োজনে বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্কব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক। সকাল ৯টায় জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও দুপ্রক-চাঁদপুরের আয়োজনে এবং সনাক-চাঁদপুরের অংশগ্রহণে সার্কিট হাইজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক বলেন, দুর্নীতি রোধ করতে হলে আমাদেরকে পরিবার থেকে শুরু করতে হবে। আমাদেরকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। তিনি বলেন, শুধুমাত্র টাকা পয়সা লেনদেনই দুর্নীতি না। ঠিকমতো আমাদের দায়িত্ব পালন না করাটাও দুর্নীতির মধ্যে পড়ে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতিমুক্ত, সুশাসিত ও জবাবদিহিমূলক দেশ গঠন করতে তরুণদের ভূমিকা ব্যাপক। তোমরা হলো সূর্য আর বাবা মা হলো ফুল। সন্তানের প্রতি পিতামাতার অনেক চাহিদা আছে। তোমরা হলে বাবা মায়ের স্বপ্ন। নিজেদের সাথে নিজেরা ফাঁকিবাজি করলে এক সময় তোমরা ভুগতে হবে। তোমাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে। সন্তানের ভালোর জন্য সন্তানের প্রতি অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে। আজ আমরা দেখছি মোবাইলের কারণে প্রতিনিয়ত যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, আজ বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। এই মাসটি হলো আমাদের বিজয়ের মাস। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে ও যাঁদের রক্তের বিনিময়ে আজ আমরা এই দেশ পেয়েছি তাঁদের বিনম্রচিত্তে শ্রদ্ধা জানাই। দায়িত্ববোধ, দেশপ্রেম, মানবপ্রেম এগুলো আমাদের মধ্যে থাকতে হবে। আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। সমাজের সকল প্রকার অনিয়ম, অসঙ্গতি ও দুর্নীতি থেকে তোমাদের দূরে থাকতে হবে। তিনি তরুণদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের অন্যতম প্রতিজ্ঞা থাকবে আমরা দুর্নীতি করবো না অন্যকে দুর্নীতি করতে দিবো না। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এতো সুন্দর একটি কর্মসূচি আয়োজন করার জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান তিনি। তিনি তরুণদের উদ্দেশ্যে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সবিতা বিশ^াস। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত সুলতানা ও জাহিদ হাসান। এছাড়াও দিবসের উপর ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েসের সহ-দলনেতা জান্নাতুল ফেরদাউস।
আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন সনাক-চাঁদপুরের এসিজি ও ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ, বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও চাঁদপুরের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
মন্তব্য করুন