
৬৯টি কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ২৭৬ জন, পাসের হার ৪৮.৬২%, ১টিতে ফেল করেছে সবাই
মাজহারুল ইসলাম অনিক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এ বছর চাঁদপুর জেলার ৬৯ টি কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ২৭৬ জন, পাসের হার ৪৮.৬২%। ১৪ হাজার ৩শ’১০ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬হাজার ৯শ’৫৭ জন কৃতকার্য ও ৭ হাজার ৩শ’৫৭ জন অকৃতকার্য হয়। ৬৯ কলেজের মধ্যে একটি কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাশ করেনি। জিপিএ ৫ এর মধ্যে এগিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ ও পাসের হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলেজগুলো থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, এবছর চাঁদপুর জেলার ৮ উপজেলার ৬৯ টি কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে ২৭৬ জন শিক্ষার্থী, পাসের হার ৪৮.৬২%। পরীক্ষায় ১৪ হাজার ৩শ’১০ জন পরিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৯শ’৫৭ জন কৃতকার্য ও ৭ হাজার ৩শ’৫৭ জন অকৃতকার্য হয়।
চাঁদপুর সদরের ১৪টি কলেজ থেকে ৩ হাজার ৬শ’ ৭ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ২ হাজার ৩শ’২৮ জন কৃতকার্য হয়, পাশের হার ৬৪.৫৪%, জিপিএ ৫ পেয়েছে ১৬৮ জন।
ফরিদগঞ্জ উপজেলার ৮টি কলেজ থেকে ১ হাজার ৬শ’ ৩৭ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ১৮ জন কৃতকার্য হয়, পাসের হার ৬২.১৯%, জিপিএ ৫ পেয়েছে ২৬ জন।
হাইমচরের ৪টি কলেজ থেকে ৫শ’ ৪১ জন পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ১শ ৮১ জন কৃতকার্য হয়, পাশের হার ৩৩.৪৬%, জিপিএ ৫ পেয়েছে ৬ জন।
হাজীগঞ্জের ৯ টি কলেজ থেকে ২ হাজার ৯শ’ ৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৬শ’৬৪ জন কৃতকার্য হয়, পাসের হার ৫৭.৩০%, জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন।
কচুয়ার ৯টি কলেজ থেকে ১ হাজার ৭শ’ ৪২ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫শ’৫১ জন কৃতকার্য হয়, পাসের হার ৩১.৬৩%, জিপিএ ৫ পেয়েছে ১৫ জন।
মতলব দক্ষিণের ৭টি কলেজ থেকে ৯শ’ ৬৩ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩শ’৩৪ জন কৃতকার্য হয়, পাসের হার ৩৪.৬৮%, জিপিএ ৫ পেয়েছে ২ জন, শতভাগ পাশ ১ টি।
মতলব উত্তরের ১২টি কলেজ থেকে ১ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪শ’১৯ জন কৃতকার্য হয়, পাসের হার ২৩.০২%, জিপিএ ৫ পেয়েছে ২ জন।
শাহরাস্তির ৬টি কলেজ থেকে ১ হাজার ৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪শ’৬২ জন কৃতকার্য হয়, পাসের হার ৪২.১৫%, জিপিএ ৫ পেয়েছে ২৩ জন।
চাঁদপুর সরকারি কলেজে সকল বিভাগে অংশগ্রহণ করে ৫৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ৪৯৩ জন। প্রাপ্ত জিপিএ ৫ পেয়েছে ৭০। পাশের হার ৯০ দশমিক ৯৬ভাগ।
চাঁদপুর জেলার উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফলঃ
চাঁদপুর সরকারি মহিলা কলেজে সকল বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ৫৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাসের হার ৭৮ দশমিক ৩২ ভাগ।
চাঁদপুর আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ৫০৯ জন উত্তীর্ণ হয় ৩৮৩ জন জিপিএ-৫ পেয়েছে ৭জন, পাসের হার ৭৬ ভাগ।
এছাড়া জেলার মতলব দক্ষিণ উপজেলার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউই উত্তীর্ণ হয়নি। আর একই উপজেলার ডঃ শামসুল হক মডেল কলেজ। পরীক্ষার্থী এক জন। পাস করেছে ১জন। পাশের হার শতভাগ।