সুজন চৌধুরী : বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এর কার্যক্রম বর্তমানে বন্ধ হওয়ার পথে। কোন এক সময় টেলিফোন সংযোগ নেয়ার জন্য দিনের পর দিন মানুষ অপেক্ষার দিন কাটাতো বিটিসিএল এর একটি সংযোগ নেয়ার জন্য। যেখানে সকাল থেকে রাত অবধি থাকতো জনসমাগম আজ সেখানে দেখা যাচ্ছে শুনশান নীরবতা। সেখানে এখন আর অফিস কর্মকর্তা ছাড়া বাইরের লোকজনদেরকে দেখতে পাওয়া যায় ঢিলে ঢালে চলছে অফিস কার্যক্রম। বর্তমানে বিটিসিএল এর সরকারি ওয়াইফাই কার্যক্রম ছাড়া আর অন্য কোন কাজ তেমন চোখে পড়ে না। পুরো অফিসে সরে জমিনে গিয়ে দেখা যায় অফিসে জনবলের রয়েছে অভাব। নতুন নিয়োগ কার্যক্রম বন্ধ পুরাতন যারা রয়েছে তাদেরকে দিয়েই চলছে পুরো অফিস কার্যক্রম। বিভিন্ন পদ রয়েছে শূন্য। যারা চাকরি থেকে পেনশনে চলে যাচ্ছেন ওই সমস্ত পদে আর নিয়োগ দেওয়া হয় না।
বাংলাদেশ কমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএলে চাঁদপুর অফিসে গিয়ে জানা যায় যেখানে সংযোগ ছিলসরকারি বেসরকারি অফিস আদালত ও বিভিন্ন বাসা বাড়িতে ৪২০০ বর্তমানে তা সচল রয়েছে ৭৩০ টি। তার কারণ হিসাবে জানা যায় পুরান বাজার ব্রিজের উপর পর পর দুইবার রিভার ক্যাবল তার চুরি হওয়ার কারণে পুরান বাজার সকল প্রতিষ্ঠানের বিটিসি এল এর সকল সংযোগ বন্ধ রয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও বিটিসিএল কর্তৃপক্ষ কোন প্রকার সংযোগ দিতে পারছেন না।
এ ব্যাপারে বিটিসিএল এর টেকনিশিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এর সাথে আলাপকালে তিনি জানান বর্তমানে আমাদের শহরের বিভিন্ন স্থানে নতুন সংযোগের চাহিদা থাকা সত্ত্বেও আমরা তা দিতে পারছি না। এদিকে, পুরান বাজার ব্রিজের উপর পর পর দুবার নদীতে রিভার কেবল তার চুরি এবং যেখানে ভূগর্ভস্থ ৬০০ পেয়ার কেবল ছিল তার সবগুলো চুরি হয়ে যায়। পরবর্তীতে ৪০০ পেয়ার ক্যাবল দিয়ে সংযোগ দেয়া হয়েছিল, কিন্তু উক্ত তারগুলো পুনরায় চুরি হওয়ার কারনে পুরান বাজারে সম্পূর্ণরূপে সংযোগ বন্ধ হয়ে যায়। এমতাঅবস্থায় ভূগর্ভস্থ তারের অভাবে পুনরায় তা আর চালু করা সম্ভব হয়নি।
অন্যদিকে শহরের গাছ তলা ব্রিজের উপর থেকেও দুবার ভূগর্ভস্থ তার চুরি হওয়ার কারণে সেখানে ও সংযোগ বন্ধ রয়েছে। বর্তমানে সাইবার অপটিক্যাল তারের মাধ্যমে মেরিন একাডেমি সহ বেশ কয়েকটি সরকারি অফিস সচল রয়েছে। বিটিসিএল এর টেকনিশিয়ান জাহাঙ্গীর হোসেন আরো জানান কপার কেবল তার আগে খুলনা কেবল ফ্যাক্টরিতে তৈরি হতো বর্তমানে তা উৎপাদন বন্ধ থাকার কারণে নতুনকরে কোন প্রকার সংযোগ দেওয়া সম্ভব হয় না।
সরেজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে বিটিসি এল এর সংযোগ কার্যক্রম বন্ধ থাকার কারণে শুধুমাত্র বিটিসিএল এর ওয়াইফাই সংযোগ নেয়ার জন্য লোকসমাগম দেখা যায় কিন্তু শেখানেও সচরাচর সব জায়গায় সংযোগ দেয়া যাচ্ছে না। যার চাহিদা রয়েছে অপ্রতুল। অন্যদিকে যে সমস্ত পুরনো লোকজন রিটায়ার্ড হচ্ছেন সেখানে আর নতুন করে কোন প্রকার লোক উক্ত প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হচ্ছে না ফলে উক্ত প্রতিষ্ঠানে লোক বলেরও অভাব রয়েছে।