
মতলব (চাঁদপুর) উপজেলার নন্দরালপুরে কর্মী সভার বক্তব্য এলডিপি সভাপতি বীরবিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ।
শামসুজ্জামান ডলার, মতলব উত্তর : লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি বীরবিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, শেখ হাসিনার অত্যাধিক মোদিপ্রীতিতেই এ দেশের মানুষ অতিষ্ঠ ছিল। মোদি কখনও বাংলাদেশের ভালো চায়নি। যারা ভারতের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে বাধ্য হবো।
শনিবার (১৮অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুরে এলডিপি এলডিপির কর্মী সমাবেশের প্রধান অতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।
এ সময় তিনি আরো বলেন, যারা ভারতের দালালি করে এদেশের ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।
উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে এলডিপি’র মহাসচিব ও ৫ বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখবেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপি’র যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।
উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মহিবউল্ল্যা খোকনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন
কেন্দ্রীয় এলডিপির আইন বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, কেন্দ্রীয় গনতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, কেন্দ্রীয় গনতান্ত্রিক শ্রমিক দলের এসএল আল মামুন, কেন্দ্রীয় গনতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার।
এসময় প্রধান অতিথি পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে তিনি বলেন, পিআর মানে কী? আমরা মনে করি পিআর হচ্ছে প্রাইভেট রিলেশন। এ দেশে কোনো প্রাইভেট রিলেশন হবে না। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যাবে। আর আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি সংসদ সদস্য হয়, মন্ত্রী হয় তার মাধ্যমে আপনি সরকারে অংশ গ্রহণ করেছেন। প্রাইভেট রিলেশন হলে আপনার কোনো অংশগ্রহণ থাকবে না।
কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে এলডিপি’র মহাসচিব ও ৫ বারের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ তাঁর বক্তব্যে বলেন, এ দেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী এবং তার দল কোনো দিন আর এ দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।
তিনি আরো বলেন, ৪১টি নদী ভারত থেকে বাংলাদেশে পানি প্রবাহিত হয়েছে প্রত্যেকটা নদীকে আজ ভারত বাঁধ দিয়ে বাধাগ্রস্থ করছে। আগামী জাতীয় নির্বাচনে জোটগতভাবে আমরা যদি ক্ষমতায় আসতে পারি তবে ভারত থেকে আমাদের পানীর ন্যায্য অধিকার বুঝে নিবো ইনশাল্লাহ।