শামসুজ্জামান ডলার, মতলব উত্তর ঃ ৩ বার শতভাগ পাশ করা কলেজ থেকে এবার একজনও পাশ করতে পারেনি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজের এমন ফলাফল নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য ও সাধারণ বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১৭ পরীক্ষার্থী অংশ নিলেও তাদের একজনও পাশ করতে পারেনি।
এই এই স্কুল এন্ড কলেজের কলেজ শাখায় ১২ শিক্ষকের স্থলে আছে মাত্র ৫ জন। ৩ বছর শতভাগ পাশ করা এই কলেজ থেকে এবার একজনও পাশ করতে না পারা বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী হোসেন জানায়, ভালো শিক্ষার্থীরা পড়তে শহরের ভালো কলেজে চলে যায়। আমরা যাদের পড়াই তারা খুবই দুর্বল ছাত্র। নিয়মিত ক্লাসেও আসেনা। তাছাড়া, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর মতো শিক্ষার্থীও পাওয়া যায় না। এবারে কলেজ শাখায় মাত্র ৫ জন শিক্ষার্থী ভর্তি করাতে পেরেছি। এভাবে চলতে থাকলে কলেজ শাখাটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে।