স্টাফ রিপোর্টার ঃ যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুর সদর উপজেলার কলেজ রোড, পুরান বাজার এলাকা হতে ২৮টি দেশীয় অস্ত্র (১টি খেলনা পিস্তল, ১৬টি বড় ছুরি, ৮টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি) উদ্ধার করা হয়েছে। ২৭ অক্টোবর (সোমবার) রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার কলেজ রোড, পুরান বাজার এলাকা হতে ২৮টি দেশীয় অস্ত্র (১টি খেলনা পিস্তল, ১৬টি বড় ছুরি, ৮টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি) উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অপারেশনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেনেন্ট জাবিদ হাসান।
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে পুরান বাজার কলেজ রোড নির্জন স্থানে স্থানীয় কিশোর গ্যাং এর লুকিয়ে রাখা এসব অস্ত্রগুলো উদ্ধার করা হয়।