
স্টাফ রিপোর্টার ঃ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী ও সাজা পরোয়ানা ভূক্ত আসামি গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- ২০২৫ নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: বাহার মিয়া। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে স্বীকৃতি হিসেবে তাকে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নিকট থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
জানা যায়, তিনি চাঁদপুর সদর মডেল থানায় পদায়নের পর থেকে সদরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদক নির্মূল সহ বিভিন্ন কাজে দক্ষতার সহিত বিশেষ ভূমিকা রেখেছেন। তার বাড়ি কক্সবাজার জেলায়।
তিনি ইতিপূর্বে সিএমপির বন্দর থানায় ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় পরিদর্শক তদন্তসহ পুলিশ বিভাগের একাধিক ইউনিটে একজন বিনয়ী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কক্সবাজার জেলার সদর উপজেলায়।
উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর চাঁদপুর জেলা পুলিশ সুপার এক আদেশে ইন্সপেক্টর মো. বাহার মিয়াকে চাঁদপুর সদর মডেল থানার নতুন ওসি হিসাবে পদায়ন করেন। পরে তিনি গত বছরের ১১ সেপ্টেম্বর চাঁদপুর সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. বাহার মিয়া দায়িত্বভার গ্রহণ করেন।