
জাহিদুল ইসলাম, হাইমচর অফিস ঃ সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে সামনে রেখে হাইমচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও কর্মীগণ, গাড়িচালক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ-এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, হাইমচর থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, ইসলামী আন্দোলন হাইমচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, এনসিপি উপজেলার প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ এবং হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম।
বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা, গতি নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ব্যবহার এবং চালকদের সতর্ক থাকার উপর জোর দেন। তারা বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারলে জীবন ও সম্পদের ক্ষতি বহুলাংশে কমানো সম্ভব।
এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, গাড়িচালক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা চালক, যাত্রী এবং পথচারী সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন এনজিওকর্মীগণ এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।