স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ ৭ জন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের নতুন বাজার, কুমিল্লা রোড ও স্বর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।
আটককৃতরা হলেন: ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের মোঃ শাওন(১৮), একই উপজেলার পশ্চিম গাবদের গাঁও এলাকার মোঃ রায়হান(১৮), চরপোয়া গ্রামের শামিম(১৮), সদর উপজেরার ঘোষেরহাট এলাকার রাহাত খান(১৮),
চাঁনখার বাজার খান বাড়ির সৈকত খান(১৮), মধ্য গুনরাজদী এলাকার মোঃ হামিম(১৮) ও শহরের মিশন রোড এলাকার তাসদি তোহা অহি (১৮)।
জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিক নির্দেশনায় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া এর নেতৃত্বে এসআই(উপ-পরিদর্শক) আল-আমিনসহ একটি চৌকস টিম শনিবার রাতে শহরের নতুন বাজার, কুমিল্লা রোড ও স্বর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় দেশীয় অস্ত্রসহ ৭ জন কিশোর গ্যাং এর সদস্য মোঃ শাওন, মোঃ রায়হান, শামিম, রাহাত খান, সৈকত খান, মোঃ হামিম ও তাসদি তোহা অহিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, চাঁদপুর সদর মডেল থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স। যার যার অবস্থান থেকে কিশোর গ্যাং নির্মূলে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীণ রয়েছে।