
গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ মাহাবুব (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলার মদনেরগাঁও গ্রামের বরকন্দাজ বাড়ির একটি বসতঘরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,থানা পুুলিশ ও সেনাবাহিনীর অংশ গ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫০(দুইশত পঞ্চাশ ) গ্রাম গাঁজাসহ মাহবুবকে আকট করা হয়। আটককৃত মাহাবুব ওই গ্রামের বরকন্দাজ বাড়ির আব্দুল মতিনের ছেলে।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক ‘ক’ সার্কেল মো: আহসান হাবীব বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ফরিদগঞ্জ ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আজিজুর রহমানের নেতৃত্বে সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, মাদকসহ গ্রেপ্তারকৃত মাহাবুবকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।