
গাজী মমিন, ফরিদগঞ্জ :
ফরিদগঞ্জে একটি নির্মাণাধীন বহুতলা বিশিষ্ট ভবনের রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মমিন খাঁন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
বুধবার (১৯ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ পৌর সদর এলাকার কালিরবাজার চৌরাস্তা নামক স্থানে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মমিন খাঁনকে মৃত ঘোষণা করেন। তিনি একই উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাগব রায় গ্রামের মাকসুদ খানের ছেলে।
মৃতের বাবা জানান, আমার ছেলে প্রতিদিনের ন্যায় সকালে কাজে গিয়ে ছিল ঘটনাস্থলে। সেখানে ছাদে নিচ থেকে রড উঠানোর সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায়। খবর পেয়ে হাসপাতাল থেকে আমার ছেলের মরদেহ বাড়িতে নিয়ে আসছি।
তিনি আরও বলেন, ছেলের মৃত্যুর ঘটনায় কাউকে অভিযুক্ত করছি না, তবে তার স্ত্রী ও ৪ জন সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে টেনশন হচ্ছে। এদিকে শ্রমিকের কাজ করতে গিয়ে মো. মমিন খাঁনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, শ্রমিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন