
মোঃ মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তিতে চোরাই মালামালসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর ২০২৫) রাতে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বড়ুয়া (বেপারী বাড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম(বার)- এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আল আমিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নিয়মিত চুরির মামলার আসামি শাহ আলম (৩০)-কে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার ইমাম হোসেনের পুত্র।
অভিযানে শাহ আলমের ঘর থেকে চোরাইকৃত দুইটি মোবাইল ফোন ও চুরিকাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে জনৈক বাদীর বসতঘরের উত্তর-পশ্চিম কোণে সিধ কেটে ঘরে প্রবেশ করে চোরেরা শোকেসের তালা ভেঙে নগদ ১,৪০,০০০ টাকা, প্রায় ১,৪০,০০০ টাকার স্বর্ণের কানের দুল (এক জোড়া, আট আনি ওজন) এবং দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বাদী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-০২, তারিখ-০১ নভেম্বর ২০২৫; জিআর নং-১৭০; ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
তদন্ত কর্মকর্তা জানান, প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে আসামি শাহ আলমকে গ্রেফতার করা হয়। পরদিন রবিবার পুলিশ স্কর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।