chandpurdarpan
২ নভেম্বর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণ ও শিক্ষিত সমাজকে সমবায়ের প্রতি আগ্রহী করতে হবে : জেলা প্রশাসক 

চাঁদপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

স্টাফ রিপোর্টার ঃ “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসন, জেলা সমবায় দপ্তর ও বিভিন্ন সমবায় সমিতির আয়োজনে র‌্যালি, জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
র‌্যালি শেষে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায়- প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক- মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, একসময় বাংলাদেশের সর্বত্র সমবায়ের এক জোয়ার ছিল। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত এই দেশে কৃষিনির্ভর জনগোষ্ঠীকে একত্রিত করে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনেও রয়েছে সেই সমবায় চেতনার অবদান। সমবায়ের উদ্দেশ্য হলো মানুষকে একত্রিত করা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সেই সঞ্চয় থেকে নিজেদের ও রাষ্ট্রের মূলধন তৈরি করা। আগে যাদের ব্যবসা করার সামর্থ্য ছিল না, আজ অনেক সমবায় প্রতিষ্ঠান শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।
জেলা প্রশাসক আরও বলেন, দেশের বহু ব্যাংক সমবায় সদস্যদের আমানতের ওপর নির্ভর করে চলে। কিন্তু বর্তমানে অনেক সমবায় সংগঠন নিস্ক্রিয় হয়ে পড়েছে, যেগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে। তরুণ ও শিক্ষিত সমাজকে সমবায়ের প্রতি আগ্রহী করতে হবে, এখান থেকেই উদ্যোক্তা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে। যদি আমাদের সমবায় সংগঠনগুলো সঠিকভাবে কাজ করলে আজ এত বেকার তরুণ ভুল পথে যেত না। সমবায়ের মাধ্যমে তারা নিজস্ব পুঁজি গড়ে তুলতে পারত, উদ্যোক্তা হতে পারত।
জেলা প্রশাসক বলেন, সমবায়ের মূল লক্ষ্য হলো সঞ্চয়, মূলধন ও উদ্যোক্তা সৃষ্টি। সরকার সবাইকে চাকরি দিতে পারবে না, তাই আমাদের নিজেদের উদ্যোগে আত্মনির্ভর হতে হবে। সমবায় হলো একসাথে চলার প্রতীক, সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি, তাহলে সমবায় আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার- এস.এম.এন জামিউল হিকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। আলোচনা সভায় অন্যান্য বক্তারাও সমবায় আন্দোলনের গুরুত্ব ও আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় এর ভূমিকা নিয়ে মতামত দেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন সমবায় সমিতির সেরা সদস্যদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর জেলায় প্রাথমিক শিক্ষার্থীর জন্যে ১২ লাখ ১৭ হাজার বই বরাদ্দ চেয়ে চিঠি প্রেরণ

নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে অপূর্ণতা পূর্ণ করুন : লায়ন মো. হারুনুর রশিদ

তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত

সাংবাদিক শরীফ চৌধুরী নামে ভুয়া ফেসবুক আইডি

রাজধানীতে গুলিতে নিহত যুবদল নেতা কিবরিয়া ॥ মতলব উত্তরেও শোকের ছায়া

নামের মিল আর পুলিশের ভুলের কারনে গেলো ১ মাস যাবত জেলহাজতে ভ্যানচালক নিরপরাধ আমান ॥ মূল আসামী পলাতক

সকলের সহযোগিতা পেলে ঐতিহ্যবাহী চাঁদপুরকে চাঁদনগরে রুপান্তর করা সম্ভব : নবাগত জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

ফরিদগঞ্জে  হত্যাকান্ডের প্রধান আসামী রবিন গ্রেফতার

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে : লায়ন হারুনুর রশিদ

আজ দায়িত্ব নিচ্ছেন চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক নাজমুল ইসলাম

১০

মতলবে আইসিডিডিআরবি’র ৫৬ শতক জমি দখলমুক্ত

১১

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মোবাইল নম্বর হ্যাক ॥ সতর্ক থাকার আহ্বান সংবাদ সম্মেলনে ড. মোহাম্মদ জালাল উদ্দিন

১২

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির আদেশ

১৩

আমাদেরকে  প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে  ভোট চাইতে হবে : অ্যাড. সলিম উল্যা সেলিম

১৪

চাঁদপুরের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় আমি দায়িত্ববোধ নিয়ে কাজ করেছি : বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

১৫

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স

১৬

লক্ষ্মীপুর ও মৈশাদী ইউনিয়নে গণসংযোগ করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

১৭

চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের কার্য নির্বাহী পরিষদের সভা

১৮

কচুয়া উপজেলার সীমান্তবর্তী কাঠালিয়া গ্রামের রাস্তা এখনও কাঁচা, দুর্ভোগের শেষ নেই

১৯

ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করণের জন্য ছাত্র সমাজের নেতৃত্ব প্রত্যাশা করছি : লায়ন মো. হারুনুর রশিদ

২০