
স্টাফ রিপোর্টার :
যথাযোগ্য মর্যাদায় চাঁদপুর মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধের স্মারক ভাষ্কর্য অঙ্গীকার বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপারের পক্ষে জেলা পুলিশ, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়তাবদী মুক্তিযোদ্ধা দল, গণপূর্ত অধিদপ্তর।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে দিবসের শুভসূচনা করেন। এর পূর্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে সংসদ থেকে সংসদ আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল আলম রবের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মুক্তিযুদ্ধের স্মারক ভাষ্কর্য অঙ্গীকার পাদদেশে এসে শেষ হয়।
সবশেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে সংসদ আহবায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল আলম রবের সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমএনর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন