

গাজী মমিন,ফরিদগঞ্জ :
২৪ এর কোটা বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদ বিরোধী ও সর্বশেষ গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র সমাজ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। যা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য যুগে যুগে দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় জন্মভূমি ফরিদগঞ্জ উপজেলার ক্যান্সার হিসেবে চিহ্নিত মাদকের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে ছাত্র সমাজ ও যুবসমাজকে অগ্রণি ভূমিকা নিতে হবে। কারণ আমাদের সমাজ ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছে মাদক। যেখানেই যাই, সেখানেই সকলেই মাদককে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছে। তাই আমি ফরিদগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করণের জন্য ছাত্র সমাজের নেতৃত্ব প্রত্যাশা করছি। আশা করছি তারা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপটুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ চাঁদপুরের ফরিদগঞ্জের কালির বাজার কলেজে মাদক মুক্ত সমাজ গড়তে ছাত্রসমাজ ও যুবসমাজের করনীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজের মিলনায়তনে কলেজ অধ্যক্ষ হাফিজ আল মামুনের সভাপতিত্বে সভায় তিনি আরো বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির ৩১ দফাই যথেষ্ট। কারণ এই ৩১ দফার মধ্যেই সকল কিছুই নিহিত। ২৫তম দফায় এদেশের শিক্ষা নিয়ে বলা হয়েছে। যা এদেশের শিক্ষক সমাজের অন্যতম দাবি। তাই আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ করে তরুণ সমাজ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়ে ৩১ দফার সফল বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে থাকবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সহসভাপতি বিল্লাল হোসেন কোম্পানী, প্রবাসী বিএনপি নেদা শরীফ খান, কালির বাজার কলেেেজর গভণিং বডির সদস্য ও ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম, মহিলা নেত্রী শারমিন করিম, লিপি হুসাইন, ছাত্রদল নেতা মনির হোসেন, হোসেন আহাম্মদ প্রমুখ।
পরে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ পোয়া আজিজিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষার্থীদেও সাতে মাদক মুক্ত সমাজ সগড়ার বিষয়ে অনুরূপ মতবিনিময় সভা করেন।
মন্তব্য করুন