
মাদক নির্মূলে ডিএনসি
চাঁদপুরের ব্যতিক্রমী উদ্যোগ
স্টাফ রিপোর্টার ঃ মাদকের ভয়াল গ্রাস থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নিয়েছে নানামুখী ও ব্যতিক্রমী উদ্যোগ।
এর অংশ হিসেবে প্রতিমাসে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ, ফুটবল টুর্নামেন্ট, লিফলেট বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযানও। সম্প্রতি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ফরিদগঞ্জ, মতলব ও হাজীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়াও মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাজীগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়, লেডি দেহলভী বালিকা বিদ্যালয়, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, ডি এন উচ্চ বিদ্যালয়, বলাখাল চন্দ্রবান বালিকা বিদ্যালয়, আইনগিরী উচ্চ বিদ্যালয়, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসা, পুরান বাজার ডিগ্রি কলেজ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক প্রচারণা, প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে সমাজকে, বিশেষ করে নতুন প্রজন্মকে রক্ষা করতে আমরা নিয়মিতভাবে কুইজ প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও লিফলেট বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছি। নতুন প্রজন্মকে মাঠমুখী করতে প্রায় সব উপজেলা জুড়ে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। প্রতিদিন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। তবে শুধু আইন প্রয়োগেই হবে না—সমাজকে রক্ষা করতে হলে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে ডিএনসি চাঁদপুর মোট ৭২৫টি অভিযান পরিচালনা করে ৭২টি মামলা দায়ের ও ৭৪ জন আসামি গ্রেফতার করেছে। অভিযানে ৭,৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৮৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৩ হাজার ৩০ টাকা নগদ অর্থ, ৮টি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ডিএনসি শুধু অভিযান পরিচালনাতেই নয়, জনসচেতনতামূলক প্রচারণায়ও অনন্য ভূমিকা রাখছে। বিশেষ করে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা প্রশংসনীয় উদ্যোগ। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, তারা কখনো বিপথে যায় না। সমাজের সবাইকে এ উদ্যোগে অংশ নিতে হবে।