
ন
স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত টানা ২২ দিন পদ্মায়-মেঘনায় মা’ ইলিশ ধরা নিষিদ্ধের কার্যক্রম বাস্তবায়ন সফল করতে অভিযানের ৫ম’ দিনে ২৪ শিশু সহ ৩৪ জন জেলেকে আটক করা হয়।
বুধবার ভোর ৫ টায় অভিযান চালিয়ে মেঘনা নদীর অদূরে রাজরাজেশ্বর মিনি কক্সবাজারের নিকট থেকে ২টি নৌকা ও বিপুল পরিমান জাল সহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
চাঁদপুর নৌ- থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এ কে. এম.এস ইকবাল বলেন- মা’ ইলিশ অভিযানের আজ ৫ম দিন। সরকারের বাস্তবায়নের ২২ দিনের’ সফল অভিযানটি যথাযথ ভাবে পালন করে যাচ্ছি। ৫ মামলায় ১০ আসামী কে মৎস্য আইনে নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরন ও ৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ দিন করে সাজা প্রদান করা হয়। এসময় তিনি বলেন ১০ বছরের ও নিচে শিশুদের কে দিয়ে নদীতে জালা পেতে মাছ ধরার নতুন কৌশল অবলম্বন করা কালে ২৪ জন শিশুকে নিয়ে আসি। এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নির্দেশে শিশু দেরকে তাদের পরিবারের জিম্বায় ছেড়ে দেওয়ার জন্য। এবং তাদের কে ছেড়ে দেওয়ার প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, দিন যতই যাচ্ছে ততই অভিযানে মাছ ধরার কৌশল অবলম্বন তৈরী হচ্ছে। এমনটিই চোখে পড়লো আজ।মেঘনায় মাছ শিকার করতে শিশু দিয়ে নতুন কৌশল করে জাল পেতে থাকে। কিছু সময় না যেতেই শিশু সহ তাদের বাবারা ও জাল টেনে নৌকায় উঠানো কালে আমাদের নৌ থানার সঙ্গীয় ফোর্স সহ তাদের কে আটক করি। মা’ ইলিশ অভিযানের শেষ পর্যন্ত আমরা আমাদের অর্পিত দায়িত্ব পালন করে যাবো।
মন্তব্য করুন