
তরপুরচন্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
স্টাফ রিপোর্টার ঃ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চাঁদপুরে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নারী ও পুরুষ ভোটারদের মাঝে তুলে ধরেন। সেই সাথে প্রত্যন্ত এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি মাঠে আছে, থাকবে। এই আন্দোলনে তরপুরচন্ডীর জনগণই হবে সবচেয়ে বড় শক্তি। তিনি বর্তমান সরকারের দুঃশাসন, লাগামহীন দুর্নীতি ও ভোটাধিকার হরণের সমালোচনা করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণসংযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সদস্য মিন্টু কাজী, অ্যাড. আলম খান মঞ্জু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন মিয়াজীসহ তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পুরো তরপুরচন্ডী জুড়ে এদিন ছিল স্লোগানের ঢল। ধানের শীষের পক্ষে উচ্ছ্বাস ও স্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। স্থানীয় জনগণ জানান, তারা আন্দোলন ও নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।
জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন তরপুরচন্ডী ইউনিয়নে বিএনপির শক্ত ঘাঁটির ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।