সুজন চৌধুরী : উপ-সহকারী পরিচালক দপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর এর কার্যালয়ে গত ১৪ বছর যাবত পানিবাহি একটি গাড়ি অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে গিয়ে দেখা যায় যে গাড়িটি দীর্ঘ বছর তার দায়িত্ব পালন করে আসছিল আজ বয়সের ভারে কুঁজো হয়ে অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সাথে আলাপ করলে তিনি জানান ২০১১ সাল থেকে দীর্ঘ প্রায় ১৪ বছর যাবত এই গাড়িটি বিকল অবস্থায় পড়ে রয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে বিআরটি এ কর্তৃপক্ষকে ১৩/০৯/২০২৫ তারিখে আমরা গাড়িটি সরিয়ে নেয়ার ব্যাপারে চিঠি দিয়েছিলাম তারপর কোন প্রকার সদত্তোর না পেয়ে পুনরায় আবার তাদেরকে তাগাদাপত্র দিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত কোন প্রকার প্রতিকার পাইনি।
সরজমিনে গিয়ে দেখা যায় বিশালাকার এই পানিবাহী গাড়িটি ফায়ার সার্ভিসের অফিসের একটি অংশ প্রায় জুড়ে রয়েছে ভাঙ্গাচড়া এই গাড়িটি ময়লা আবর্জনার বাগার হয়ে পড়ে রয়েছে। যেখানে বৃষ্টির পানি জমে ডেঙ্গুর প্রভাব সৃষ্টি হওয়ার উপক্রম হয়ে পড়েছে। দীর্ঘদিন পড়ে থাকার কারণে এই গাড়িটি আশপাশে ময়লা আবর্জনার সৃষ্টি হয়েছে এবং ফায়ার সার্ভিসের একটি অংশ দখল করে রয়েছে।
উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সবচেয়ে পুরাতন কোম্পানি বেডফোড কোম্পানির পানিবাহি গাড়িটির চেসিস এবং বডির সাথে মিল না হওয়ার কারণে অকেজো অবস্থায় পড়ে রয়েছে যা কিনা আমাদের ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য তাই আমরা উক্ত গাড়িটি বিআরটিএ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে চাচ্ছি যাতে করে তারা দ্রুত এই গাড়িটিকে আমাদের অফিস থেকে নিয়ে যায়। তিনি আরো জানান আমাদের ফায়ার সার্ভিস অফিস থেকে গত ১৩/০৯/২০১২ তারিখে বি আর টি এর কর্তৃপক্ষকে গাড়িটি সরিয়ে নেওয়ার ব্যাপারে চিঠি ইস্যু করেছি এবং তার কোন সদুত্তর না পেয়ে পুনরায় আবার তাদেরকে তাগাদা পত্র দিয়েছি এখন পর্যন্ত এ ব্যাপারে কোন সূরাহা আমরা পাইনি। উক্ত গাড়িটি সরিয়ে নেয়ার ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।