
মো. মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তিতে ফজরের নামাজে যাওয়ার পথে এক মুসল্লিকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে। সোমবার (২৭ অক্টোবর) ভোররাতে উপজেলার মেহের দক্ষিণ ইউপির মালোরা গ্রামের ভূঁইয়া বাড়ি সংলগ্ন মসজিদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ, আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত আনুমানিক পাঁচটার দিকে মুসল্লি মোস্তফা মিয়া (৬০) প্রতিদিনের মতো আজান ও নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। মসজিদের আঙিনায় পৌঁছানোর আগেই পুকুরপাড়ে মুখোশধারী একদল দুর্বৃত্ত পিছন থেকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।
আহতের স্বজনরা আরো জানান, মোস্তফা মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী প্রতিবেশী মিজানুর রহমানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আহত মোস্তফা মিয়া জ্ঞান ফিরলে স্বজনদের কাছে হামলাকারী হিসেবে মিজানুর রহমানের নাম উল্লেখ করেন। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে।
এ ঘটনায় আহতের স্বজন মোশারফ হোসেন বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা (এফআইআর নং–১৮, তারিখ: ২৭ অক্টোবর ২০২৫; জি.আর নং ১৬৭/২৫;ধারা:১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ দণ্ডবিধি) দায়ের করেন। মামলার আসামি হিসেবে একই এলাকার মিজানুর রহমান (৫৫) ও তার স্ত্রী ফুল বানু (৪৫) ও অজ্ঞাত আসামির নাম উল্লেখ করা হয়েছে।পুলিশ অভিযান চালিয়ে ওই নারী আসামি ফুল বানুকে আটক করে আদালতের মাধ্যমে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) বলেন, “ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসআই (নিঃ) মো. মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নারী আসামিকে গ্রেফতার করেছে। তদন্তে ঘটনার অন্যান্য দিকও বেরিয়ে আসবে।