
চাঁদপুরের জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরের জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর কমিউনিটি ডেফেলপমেন্ট এ্যাসিস্টান্স (সিসিডিএ) চাঁদপুরের সহায়তায় এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, প্রবাসীদের দক্ষ করে নিরাপদ অভিবাসনের ব্যবস্থা করতে হবে। কোন প্রকার হয়রানি বা কোন প্রকার প্রতারণা যেন না হয়। টাকার ব্যাপারে যেমন প্রতারিত হয়, আবার এককাজের কথা বলে নিম্নমানে আরেক কাজ পাচ্ছে প্রবাসে গিয়ে। প্রবাসীরা দেশে এসে যেন সহজ শর্তে এবং কোন হয়রানি ছাড়া ঋণ পায়, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব বিষয়গুলোকে অংশীজনদের গুরুত্ব দিতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবির, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) হোহাম্মদ সফিকুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. নাজমুস শাহাদাত ফাহিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অংশীজনরা এ সময় উপস্থিত ছিলেন।