
ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
গাজী মমিন, ফরিদগঞ্জ : ‘শিক্ষায় নৈতিকতা একটি গুরুত্বপূর্ণ ডাইমেনশন। আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন’ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির আয়োজনে শুরু হতে যাচ্ছে ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’২০২৫। এ উপলক্ষে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) রাতে প্রেসক্লাব মিলনায়তনে ফরিদগঞ্জ টুর্ণামেন্টের খেলার ড্র-অনুষ্ঠিত হয়। মোট ১৬টি দল নিয়ে এই টুর্ণামেন্টের গ্রুপ বিভাজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এ.আর.এম জাহিদ হাসান।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক নির্মূলে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার বিকল্প নেই। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। নতুন প্রজন্ম ক্রীড়ামুখী হলে মাদক, ইভটিজিসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরে আসবে।
টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নবী নোমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নাছির পাঠান, টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন সজিব, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সাদ্দাম হোসেন, গিয়াস উদ্দিন, শামীম হাসান ও অংশগ্রহণকারী দল গুলোর মধ্যে টিম ম্যানেজার মিজানুর রহমান।