আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ: ফরিদগঞ্জে রেকর্ড পরিমাণ ৫২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে খলিলুর রহমান নামের এক জনকে আটক করা হয়েছে। আল-আমীন ও মোঃ রুবলে নামক অপর দুইজন পলাতক। শনিবার (২৫-এ অক্টোবর) দুপুরে খাড়কাদিয়া গ্রাম থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ গাঁজা উদ্ধার ও আটক করে।
সূত্র জানিয়েছে, গ্রামের খলিলুর রহমান (৬০) এর বাড়িতে শুক্রবার গভীর রাতে বিপুল পরিমাণ গাঁজা মওজুদ করা হয়। এ খবর পেয়ে জনতা শনিবার সকালে ওই এলাকা ঘিরে ফেলে। তারা গাঁজা উদ্ধারে পাহারা বসায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে ৫২ কেজি গাঁজা উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রামের খলিলুর রহমানের গোসল খানায় গাঁজা মওজুদ করা হয়েছিলো। জনতা ঘিরে ফেললে বেশ কয়েকটি গাঁজার পুটলি বাগানের বিভিন্ন স্থানে সরিয়ে রাখা হয়। জনতার সহায়তায় পুলিশ সবগুলো গাঁজা উদ্ধার করে। কয়েকজন জানিয়েছেন, শুক্রবার রাতে টহল পুলিশ ওই গ্রামের সড়কে যানবাহন তল্লাশি করে। তার আগে, একটি প্রাইভেট কার এলাকায় প্রবেশ করে। সন্দেহ জনকভাবে গাড়িটি দিগবেদিক ঘুরছিলো। এলাকাবাসী রাতে লক্ষ্য করে একটি প্রাইভেট কার খলিলুর রহমান এর বাড়িতে প্রবেশ করে। তাদের সন্দেহ হয়। সকালে জনতা বাড়িটি ঘিরে রাখে ও তল্লাশি চালায়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানিয়েছেন, খলিলুর রহমানের গোসলখানা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাদা রংয়ের ওই প্রাইভেট কারে খলিলুর রহমানের ছেলে আল আমীন (৩০) ও শাহজাহানের ছেলে মোঃ রুবলে (৩০) ও দুইজন সহযোগী ছিলেন। তারা পালিয়ে গেছে। এ বিষয়ে মাদকদ্রব্য দমন আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।