
গাজী মমিন, ফরিদগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও শোডাউন করেছেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ এমএ হান্নান।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা বাসস্ট্যাণ্ড এলাকায় এসে জড়ো হয়। পরে আলহাজ¦ এমএ হান্নানের নেতৃত্বে বিশাল একটি শোডাউন বের হয়ে জনসমাগম এলাকা প্রদক্ষিণ করে এবং লিফলেট বিতরণ করা হয়।
শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এমএ হান্নান বলেন, বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফায় দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং সকল শ্রেণি-পেশার মানুষের সমস্যা ও তা সমাধানের উপায় বলে দেওয়া হয়েছে। দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হতে পারলে আমি ফরিদগঞ্জ উপজেলার গণমানুষের মৌলিক অধিকার আদায়ের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা রাখবো।
এ সময় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন পাটওয়ারী, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌল যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, পৌর মৎস্যজীবি দল নেতা ইউনুছ, শ্রমিকদল নেতা জিয়ারউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউছুপ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলুসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।