
মাছুম তালুকদার, ফরিদগঞ্জ ঃ ফরিদগঞ্জে যৌথবাহিনীর তত্ত্বাবধানে সড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে উপজেলার চরকুমিরা চৌরাস্তায় পুলিশের সঙ্গে সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে মোট ১২০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নিয়ম লঙ্ঘনের কারণে ৭টি গাড়ি ও মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়েছে।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুল আজিজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ট্রাফিক বিভাগের টিআই মোশাররফসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন অমান্য ও অবৈধ কার্যক্রম দমন এবং আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।