
গাজী মমিন, ফরিদগঞ্জ ঃ ফরিদগঞ্জ পৌরসভার নবাগত পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার দায়িত্ব গ্রহণ ও বিদায়ী পৌর প্রশাসক সুলতানা রাজিয়ার দায়িত্ব প্রদান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী পৌর প্রশাসক ও ইউএনও সুলতানা রাজিয়া, নবাগত পৌর প্রশাসক ও ইউএনও সেটু কুমার বড়ুয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির।
বিদায়ী ইউএনও সুলতানা রাজিয়া তাঁর বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভা হলেও উন্নয়ন সেবার দিক থেকে এখনো কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারেনি। তবে চলমান প্রকল্প, কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করলে আগামী কিছু সময়ের মধ্যে পৌরসভাটি ভালো মানের সেবা দিতে সক্ষম হবে। আশা করবো আমার রেখে যাওয়া কাজগুলো নবাগত পৌরপ্রশাসক সুচারু রূপে সম্পন্ন করবেন।
মন্তব্য করুন