
গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক ২ বারের নির্বাচিত চেয়ারম্যান, চাঁদপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী (৭৫) আর বেঁচে নেই। শনিবার (১ নভেম্বর ২০২৫) দিবাগত রাত ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। (ইন্নাল্লিাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, রোববার (২ নভেম্বর) বাদ আছর সুবিদপুর গ্রামের চৌধুরী বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ছাত্রজীবন থেকে উঠে আসা প্রবীণ বয়স পর্যন্ত মফিজুল ইসলাম চৌধুরী রাজনীতি ও সমাজসেবায় কৃতিত্বের সাথে অবদান রাখায় তাঁর মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, কাজী রফিক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির বেপারী, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এপেক্স মনির হোসেনসহ উপজেলা বিএনপি,পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন