
গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে র্যালি আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানকেত পুরষ্কৃত করা হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেরা পরিষদের সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। এছাড়া বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমবায়ী তছলিম উদ্দিন, উত্তম অধিকারী। আলোচনা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে চান্দ্রা শিক্ষিত বেকার বহুমুকি সমবায় সমিতি, বিকল্প সমবায় সমিতিসহ শ্রেষ্ঠ তিনটি সমবায় প্রতিষ্ঠানকে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন