
পদ্মা নদীতে নৌ পুলিশের যৌথ অভিযান
স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পাথালিয়াকান্দি এলাকায় পদ্মা নদীতে নৌ পুলিশ ও মৎস্য কর্মকর্তা কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে টহলরত মৎস্য কর্মকর্তাসহ নৌ পুলিশের স্পিডবোট জেলেদের একাধিক নৌকাকে নদীতে অবৈধভাবে মাছ ধরতে দেখে এগিয়ে যায়। এ সময় প্রায় ১৫-২০টি জেলে নৌকা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের স্পিডবোটকে চারদিক থেকে ঘিরে ফেলে, ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। পরবর্তীতে নৌ ডিউটি টহল দল নিরাপদ দূরত্বে সরে এসে দ্রুত পাশের অতিরিক্ত টহল পার্টিকে অবহিত করে।
নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ পিপিএম-এর নেতৃত্বে সুরেশ্বর টহল পার্টি, মাঝিরঘাট টহল পার্টি (স্পিড বোটসহ), মৎস্য কর্মকর্তা, তাঁর ব্যবহৃত ২৩০ সিসি স্পিডবোট ও পুলিশ সদস্যদের সমন্বয়ে তিনটি স্পিডবোট নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাঁচটি জেলে নৌকা ডুবে যায় এবং ৫ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি নদীতে পাতানো প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।