প্রধান অতিথি : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
বিশেষ অতিথি : হাজী মোস্তাক মিয়া
সভাপ্রধান: শেখ ফরিদ আহমেদ মানিক
স্টাফ রিপোর্টার ঃ আজ শনিবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে চাঁদপুুর জেলা বিএনপির তৃতীয় সাধারণ সভা। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
সকাল ১০ টায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিভাগের সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম সলিম উল্লা সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় জেলা বিএনপির কমিটির অন্তর্ভুক্ত সম্মানিত সকল নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ ও চাঁদপুর জেলার প্রত্যেকটি উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।