
গাজী মমিন,ফরিদগঞ্জ : ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মাসুদ মিজি (৪১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) রাতে উপজেলার লাউতলী গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মাসুদ মিজি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও লাউতলী গ্রামের মো. ইউনুছ মিজির ছেলে। সোমবার (৩ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,সে জনপ্রতিনিধির আঁড়ালে মাদক কারবারসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক,চুরিসহ বিভিন্ন অপরাধের ১৪ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম জানান, গ্রেপ্তারকৃত মো. মাসুদ মিজি একটি জিআর মামলার (সাজা) প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন