
মতলব উত্তরে উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। ছবি ঃ চাঁদপুর দর্পণ।
শামসুজ্জামান ডলার, মতলব উত্তর ঃ চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তানভীর হুদা বলেছেন, স্বাধীনতাবিরোধী ও ২৪-এর গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারচক্র নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা জানে, জনগণ ভোট দিতে পারলে এবার বিএনপি ক্ষমতায় আসবে। তাই তারা নানা কৌশলে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে মতলব উত্তর মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন মোহনপুর গ্রামের বেপারী বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তানভীর হুদা বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এবারও নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম চলবে। এখন নির্বাচন বানচালের জন্য অপশক্তি উঠে পড়ে লেগেছে । তারা গণভোটের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। মাত্র তিন মাস বাকি এই সময়ের মধ্যে গণভোট আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। তাদের আসল উদ্দেশ্য হচ্ছে জাতীয় নির্বাচন ব্যাহত করা।
তিনি আরও বলেন, একটা নির্বাচন আয়োজন করতে শত শত কোটি টাকার প্রয়োজন হয়। গণভোটের নামে নতুন করে বিভাজন সৃষ্টি করে নির্বাচন পেছানোর ফাঁদ পেতেছে ষড়যন্ত্রকারীরা। সরকারকেও তারা নানা চাপ ও হুমকি দিচ্ছে। বিএনপি নেতাকর্মীদের এখন সবচেয়ে বেশি দরকার ঐক্যবদ্ধ থেকে এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকা।
মতলবের ইতিহাস তুলে ধরে তানভীর হুদা বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শাসনে মতলবের মানুষ নির্যাতিত হয়েছে। বিশেষ করে মোহনপুর ইউনিয়নের মানুষ পরাধীন ছিল, নিজেদের পছন্দমতো ভোট দিতে পারেনি। এবার সুযোগ এসেছে ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের মানুষকে ভোট দিন, ১৭ বছরের দুঃখ ঘোচান।
মোহনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির প্রমুখ।