প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৮:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ১২:০২ এ.এম
হাজীগঞ্জ চেকপোস্টে ইয়াবাসহ তরুণ-তরুণী আটক ॥ প্রাইভেটকার জব্দ

মহিউদ্দিন আল আজাদ, হাজীগঞ্জ : হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও ১ বোতল পিন্সিডিলসহ যুথি(২২) ও রবিউল করিম(৩৩) নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বহন করা প্রাইভেটকার এক্সিও ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫ জব্দ করা হয়েছে।
চেকপোস্ট পরিচালনায় ছিলেন হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
আটককৃত যুথি(২২) নারায়নগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলা কান্দা গ্রামের আব্দুর রহমান এর মেয়ে। বর্তমানে মিরপুর-১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে। সে নিজেকে একজন ডান্সার ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান। ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসছেন সেজন্য এগুলো সাথে এনেছেন।
অপর ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজলো গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। সে যুথির বন্ধু।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার এস.আই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। যার মামলা নং-২৩, তারিখ- ২৯/১০/২০২৫ইং।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪.০০ টায় হাজীগঞ্জ সার্কেল মুকুর চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও পিন্সিডিল পাওয়া যায়। তাদেরকে আটক, গাড়ী জব্দ, মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.