প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১২:৫৯ এ.এম
সাংবাদিকদের নিরপেক্ষ কলমের খোঁচা সমাজে উন্নয়নের বাহক হিসেবে কাজ করে : নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক

গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার সাথে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। প্রধান অতিথি বক্তব্যে বলেন, ডাকাতিয়ার পাড়ের এ উপজেলাটি একটি সম্ভাবনাময় এলাকা, এখানে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, শিক্ষা, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে অনেক কাজ করার সুযোগ আছে। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি রাস্তঘাটের সমস্যা ও বিভিন্ন এলাকায় সম্ভাবনা লেখনীতে আনতে হবে। এসব কাজে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রমের মধ্যদিয়ে এ উপজেলাকে ঢেলে সাজানো সম্ভব হবে। কারণ সাংবাদিকদের নিরপেক্ষ কলমের খোঁচা সমাজে উন্নয়নের বাহক হিসেবে কাজ করে।
উক্ত সভায় সাংবাদিকরা নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়াকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রতিষ্ঠাতা সদস্য এমকে মানিক পাঠান, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক,কোষাধ্যক্ষ আক্তার হোসাইন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক মো. জাহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন সৈকত, শিমুল হাসান, আবু তালেব সর্দার, সদস্য আব্দুল কাদির, ফখরুল পাঠান, মামুন হোসাইন, আমান উল্যাহ খাঁন ফারাবী, সহযোগী সদস্য শামীম হাসান, জসিম উদ্দিন।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.