প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ১১:৪৩ পি.এম
চাঁদপুরে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ায় বাধাঁ দেয়ার এসিডে ঝলসে গেল স্বামীর মুখ মন্ডল : ঘাতক স্ত্রী আটক

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরে দ্বিতীয় স্ত্রীর পরকীয়ায় বাধাঁ দেয়ার এসিডে ঝলসে গেল স্বামীর মুখ মন্ডল। এমন নৃশংস ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মদনা গ্রামে। স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে গ্রাম পুলিশ সদস্য আহত স্বামীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে। ঘাতক স্ত্রীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার এলাকার বেপারী বাড়ির মৃত আবিদ আলী বেপারির ছেলে আব্দুল জলিল বেপারী (৪০) দ্বিতীয় বিয়ে করে চামড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মদনা গ্রামের বসুর বাড়িতে ভাড়া থেকে এ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার প্রথম স্ত্রী নার্গিস বেগম তার গ্রামের বাড়িতে থাকেন। এখানে থাকার কারণে দ্বিতীয় স্ত্রী হিসেবে ফরিদগঞ্জ উপজেলার হাসা গ্রামের বেলগাছ তলা মিজি বাড়ির হাবিব মিজির মেয়ে নার্গিস বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে জলিল বেপারী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মদনা গ্রামে বসবাস শুরু করেন। জলিল বেপারী রিক্সা চালানোর কারণে দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগম পরকীয়া প্রেম জরিয়ে পরেন।
আব্দুল জলিল জানান, ২৫ অক্টোবর শনিবার রাত আড়াটার দিকে ঘুমন্তবস্থায় তার দ্বিতীয় স্ত্রী মুখ মন্ডলে এসিড নিক্ষেপ করে রাতেই ঘর থেকে পালিয়ে গেছে।
গ্রাম পুলিশ সদস্য হারুন জানায়, সকালে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন ও স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। তারা স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা তুলে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালে ভর্তির পর স্থানীয় সাংবাদিকদের সহায়তায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
তবে জানা গেছে, বিষয়টি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব পিপিএম এর নির্দেশে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার সার্বিক তত্বাবধানে এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘাতক স্ত্রী নার্গিসকে আটক করার জন্য প্রথমে চান্দ্রা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। পরে তাকে সন্ধ্যায় তার বাপের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার হাসা গ্রামের বেলগাছ তলা মিজি বাড়ি থেকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.