প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ১১:৩৮ পি.এম
মেঘনায় ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানে ১২৫ জেলের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ঃ প্রধান প্রজনন মৌসুমে সাগর থেকে মিঠা পানিতে এসে নিরাপদে ডিম ছাড়ার জন্য ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞায় চাঁদপুর জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে গ্রেপ্তার হয়েছে ১২৫ জেলে। পরে এসব জেলেদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা এই তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম ঘোষণা করা হয়।
এই ২২ দিন জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা থেকে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় জেলা প্রশাসন কর্তৃক নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৬৭ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করা হয় ৪শ’ ৬৭টি। এই সময় মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন করা হয় ২২ বার, মাছঘাট ৩শ’ ৩৯বার, আড়ৎ ১হাজার ৩শ’ ৩৬বার, বাজার ৬শ’ ৬০বার।
অভিযানে জব্দ হয় ১.১৩ মেট্টিক টন ইলিশ এবং ৫লাখ ৮ হাজার ৫১ মিটার কারেন্টজাল। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লাখ ১২ হাজার টাকা। এসব ঘটনায় মামলা হয় ৮৩টি এবং মৎস্য আইনে জেলেদের কাছ থেকে জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.