প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১০:২৬ এ.এম
মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযান ৪ জেলে ও জাল-নৌকা আটক ॥ বিনাশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ঃ মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে চার জেলে এবং জাল-নৌকা আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে আসামী তিনজনকে ৪দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অন্যজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) ভোর পৌনে ৬টা হতে সকাল ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন অংশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেঘনা নদীর কালীরচর দশানী হতে ১টি নৌকা, ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ৪ জন আসামী আটক করা হয়। আটককৃত ৩ জনকে ৪দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আরেকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আটককৃত আসামীরা হলো : মুন্সিগঞ্জ সদর উপজেলার কালীরচর গ্রামের মোতালেব দেওয়ানের ছেলে সুমন (৩০), দিলা মাঝির ছেলে ইয়ারাসুল মাঝি (৩৫), মাহমুদ হোসেনের ছেলে মান্নান (২৪) ও আকবর হালদারের ছেলে অন্তর। অন্তরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিলন খান, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ সরকার ও মোশারফ হোসেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, মা ইলিশ রক্ষা অভিযানে জাল-নৌকাসহ চারজনকে আটক করা হয়েছে। মোবাইল কোর্টে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের বিধিনিষেধ অমান্য করলে ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.