প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ১:০৩ এ.এম
চাঁদপুরে জাতীয় জিাল-নৌকা-ইলিশসহ ২ জন আটক তিন হাজার টাকা অর্থদণ্ড

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর ঃ মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল-নৌকা-ইলিশ মাছসহ ২জনকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা হতে নদীপথে ও স্থলপথে মোহনপুর, এখলাশপুর, নয়ানগর, চরউমেদ, জহিরাবাদ, সটাকী বাজার, পাঁচানী চৌরাস্তা বাজার, গজরা বাজার ও ছেংগারচর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ১টি নৌকা ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং ২জনকে আটক করা হয়। আটক ১ জনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আরেকজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আটককৃত আসামী মাথাভাঙ্গা গ্রামের ফজলুল হকের ছেলে শহীদ আলম। মাছ এতিমখানায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মো. মিজান, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আহসান হাবিব, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী কমলেশ সরকার ও মোশারফ হোসেন।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, অভিযানে জাল-নৌকা-ইলিশ মাছসহ ২ জনকে আটক করা হয়েছে। একজনকে অর্থদণ্ড করা হয়েছে ও একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
রাপদ সড়ক চাই দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.