প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ১:১৮ এ.এম
আমরা অসাম্প্রদায়িক ও মৌলবাদ মুক্ত চাঁদপুর চাই : অ্যাড. সলিম উল্যা সেলিম

মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে 'কেমন চাঁদপুর চাই' সেমিনারে
স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালে ১২ তম দিনে 'কেমন চাঁদপুর চাই?' সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে বিকেল ৫টায় সেমিনারে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরে যানজট মুক্ত করতে অনেক বার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন প্রকিকূলতার কারনে তা সম্ভব হয়নি। আপাতত নতুন কোন রাস্তা করার সুযোগ নেই। আমি বিভিন্ন সভা ও সেমিনারে বলেছি ইচুলি থেকে বাগাদী দিয়ে একটি ব্রিজ নির্মান হলে শহরে থেকে অনেকটা যানজট কমে যাবে।
তিনি আরো বলেন, সামনে পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচনে যেন কোন ভাবে মৌলবাদের উস্থান না ঘটে। আমরা অসাম্প্রদায়িক ও মৌলবাদ মুক্ত চাঁদপুর চাই। তাই আমরা দল-মত নির্বশেষে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ভোট দিয়ে এমপি বানাতে পারলে অসাম্প্রদায়িক ও মৌলবাদ মুক্ত চাঁদপুর বানাতে পারবো।
জেলা বিএনপি সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং খলিলুর রহমান গাজীর পরিচালনায় আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, সাংস্কৃতিক সংগঠক রূপালী চম্পক, রফিক আহমেদ মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদস্য সচিব শামসুল আরেফিন খান।
পরে সন্ধ্যা সাড়ে ৬টায় পুনাক সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা এবং সবশেষে রাত সোয়া ৮টায় অরুপ নাট্যগোষ্ঠীর 'প্রেমের আলো' নাটক মঞ্চস্থ হয়েছে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.