প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৫, ১২:১০ এ.এম
মেঘনায় ইলিশের প্রজনন রক্ষায় চাঁদপুর জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান

অভিযান সফল করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ঃ ইলিশ সম্পদ সংরক্ষণে এবার চাঁদপুরে সরাসরি অভিযানে নেমেছে সেনাবাহিনী। রোববার (১৯ অক্টোবর) মেঘনা নদী ও আশপাশের এলাকায় মা ইলিশ রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর একটি দল।
২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় 'মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫'-এর অংশ হিসেবে এদিন বিকেল ৩টা ১৫ মিনিটে চাঁদপুরের মেঘনা নদীতে এক যৌথ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানটি বাস্তবায়ন করে জেলা মৎস্য দপ্তর, চাঁদপুর। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা পুলিশ, নৌ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর জেলার দায়িত্বে থাকা সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, পিএসসি, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদ, বাংলাদেশ নৌবাহিনীর
লেফটেন্যান্ট রাফায়েল মনোয়ার, বাংলাদেশ কোস্টগার্ড, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের এই অভিযান সফল করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে তাকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অভিযান চলাকালীন মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ প্রতিরোধে টাস্কফোর্স দল একযোগে কাজ করে। মা ইলিশ রক্ষায় সরকারের কঠোর অবস্থান বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.