প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ১:০৪ এ.এম
হাইমচরে কলেজের পাসের হার ৩৩.৪৫% আলিম ৬৬%, বিএমটি শাখায় ৫০%

জাহিদুল ইসলাম, হাইমচর অফিস ঃ ২০২৫ সনের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে হাইমচর উপজেলায় কলেজগুলোর সার্বিক পাসের হার তুলনামূলকভাবে কম হলেও মাদ্রাসা শিক্ষায় (আলিম) সন্তোষজনক ফল পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রতিষ্ঠানভিত্তিক যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তাতে এই মিশ্র চিত্র ফুটে উঠেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল স্বাক্ষরিত স্মারক অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি/আলিম ও বিএমটি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
উপজেলার চারটি কলেজের মোট ৫৪১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮১ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৩.৪৫%। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন শিক্ষার্থী।
মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাইমচর সরকারি কলেজে ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৪ জন (পাসের হার ৩৪.২০%) এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মোয়াজ্জেম হোসেন কলেজে ৪৬ জনের মধ্যে পাস ১৬ জন (পাসের হার ৩৪.৭৮%), জিপিএ-৫ পেয়েছে ১ জন। মালের হাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৯ জনের মধ্যে পাস ৭ জন (পাসের হার ৩৬.৮৪%), তবে কেউ জিপিএ-৫ পায়নি। আর সবচেয়ে কম পাসের হার দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজে, যেখানে ৫৫ জনের মধ্যে পাস করেছে মাত্র ১৪ জন (পাসের হার ২৫.৪৫%), জিপিএ-৫ নেই।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএমটি শাখায় হাইমচর সরকারি কলেজ থেকে ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন কৃতকার্য হয়েছে, যেখানে পাসের হার ৫০% এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
অন্যদিকে, আলিম মাদ্রাসায় পাসের হার তুলনামূলকভাবে ভালো। মোট ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৬৬ জন। সার্বিক পাসের হার ৬৬% এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।
আলিম মাদ্রাসার মধ্যে কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসা থেকে ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন কৃতকার্য হওয়ায় পাসের হার দাঁড়িয়েছে ৮৬.৬৬%। আলগীবাজার আলিম মাদ্রাসায় পাসের হার ৬৬.১৫% এবং গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসার পাসের হার ৫০%। এই দুই মাদ্রাসা থেকে ১ জন করে মোট ২ জন জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তফা কামাল বলেন, "২০২৫ সনের এইচএসসি/আলিম ও বিএমটি পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল মহোদয়ের সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।"
কলেজের ফলাফলের এই নিম্ন হার নিয়ে শিক্ষা মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই ফলাফলের কারণ বিশ্লেষণ করে পরবর্তী শিক্ষাবর্ষে পাসের হার বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক মহল।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.