প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ১:০১ এ.এম
মতলব উত্তরে এইচএসসিতে ২২.৭২% আলিমে ৫০.৬৩ ভাগ পাস

শামসুজ্জামান ডলার, মতলব উত্তর ঃ মতলব উত্তর উপজেলায় প্রকাশিত হয়েছে ২০২৫ সালের এইচ.এস.সি ও আলিম পরীক্ষার ফলাফল। পুরো উপজেলায় এইচএসসিতে গড় পাসের হার ২২.৭২ শতাংশ আর আলিমে পাসের হার ৫০.৬৩ শতাংশ। যা গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে কম।
তবে এতো হতাশার মধ্যেও মুন্সি আজিম উদ্দিন কলেজ উপজেলালার সবচেয়ে ভালো। তাদের পাসের হার ৪৭.২৭ শতাংশ। অন্যদিকে, জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এন্ড কলেজে কেউ পাশ করেনি।
এছাড়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ছেংগারচর সরকারি কলেজে পাসের হার ২৫.২৬ ভাগ, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজে পাসের হার ১৩.০০ ভাগ, সুজাতপুর ডিগ্রী কলেজে ১৩.০০ ভাগ, নাউরী আদর্শ কলেজে ৩৮.৮৭ ভাগ, আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় ১৩.০০ ভাগ, কালিপুর হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ১৭.৮০ ভাগ, পাসের হার ২০.০০%, ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজ ৩৩.৩৩ ভাগ, শরিফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে ৪.৪১ ভাগ।
অন্যদিকে, আলিম পরীক্ষায় দেখা গেছে কিছুটা আশার আলো। উপজেলায় এবার মোট ১৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮০ জন পাস করেছে। গড় পাসের হার ৫০.৬৩ ভাগ।
আলিম পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার ৮০.৬৪ ভাগ, যা অর্জন করেছে বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা। আর সর্বনিন্ম ৫.৫৫ ভাগ পাশ করেছে হাশিমপুর আহম্মদিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায়।
এছাড়া উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসায় পাশের হার ৩২.৩৫ ভাগ, নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসায় পাশের হার ৬৬.৬৭ ভাগ, সাড়ে পাঁচানী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় পাশের হার ৬০.০০ ভাগ আর লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসায় পাশের হার ২৭.২৭ ভাগ।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.