মোঃ রাছেল, কচুয়া ঃ কচুয়ায় ট্রলির চাপায় চৈতি রানী দাস (৭) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে দিকে সাচারে এ দুর্ঘটনা ঘটে। চৈতি রানী দাস সাচার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। চৈতী সাচার ইউনিয়নের নয়ন চন্দ্র দাসের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৈতি প্রতিদিনের মতো বাড়ির কাছাকাছি রাস্তার পাশের একটি দোকান থেকে চিপস কিনতে গিয়েছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় ।
ট্রলি চালক ইসমাইল মিয়া দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
চৈতীর পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতই সে স্কুল থেকে ফিরে চিপস কিনতে গিয়েছিল, কিন্তু মুহূর্তেই সব শেষ হয়ে যায়। চৈতীর মৃত্যুতে পরিবার ও সজনরা কান্নায় ভেঙে পরেন।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>