জাহিদুল ইসলাম, হাইমচর অফিস : চাঁদপুরের হাইমচরে পদ্মা-মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের সময় একটি ২০০ সিসির দ্রুতগামী স্পীডবোট ও প্রায় ১০০০ মিটার কারেন্ট জালসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান দল। আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হাইমচর উপজেলার মাঝির বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মাওয়া থেকে আগত একটি ২০০ সিসির স্পীড বোটের মাধ্যমে জেলেরা অবৈধভাবে ইলিশ শিকার করছিলো।
সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরীর নেতৃত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হকের পরিচালনায় অভিযান পরিচালনাকারী টিম স্পীডবোটটিকে ধাওয়া করে। এ সময় দ্রুতগতির বোটটি আটক করা সম্ভব হয় এবং সেখান থেকে ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বোট থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্টগার্ড নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন পিও। পরে জব্দকৃত কারেন্ট জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিাতিতে পুড়িয়ে ফেলা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। কোর্ট শেষে আটককৃত দুইজনকে ২০ দিনের জেল প্রদান করা হয়। অবৈধ ইলিশ শিকারে ব্যবহৃত স্পীডবোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জব্দ করে রাখা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক জানান, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে অবৈধ কারেন্ট জাল ও স্পীডবোটের মাধ্যমে মাছ শিকার বন্ধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>