প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৫:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ২:১৭ এ.এম
শাহরাস্তিতে জেলিযুক্ত চিংড়ি জব্দ করে ধ্বংস উদ্ধারকৃত ইলিশ গেল ৫ টি এতিমখানায়

মো. মাসুদ রানা, শাহরাস্তি ঃ শাহরাস্তিতে প্রশাসনের ভেজালবিরোধী অভিযানে বিপুল পরিমাণ জেলিযুক্ত চিংড়ি ও নিষিদ্ধ সময়ে ধরা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) রাতে উপজেলার উয়ারুক বাজারে উপজেলা মৎস্য দপ্তর ও শাহরাস্তি থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।ওই অভিযানে প্রায় ১৫ কেজি জেলি পুশকৃত চিংড়ি এবং ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় টামটা উত্তর ইউপির ইছাপুরা গ্রামের মাছ বিক্রেতা মো. কামরুলকে ভেজাল চিংড়ি বিক্রির দায়ে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার ও মাছ সংরক্ষণ আইনের লঙ্ঘনের দায়ে তাকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়। ওই সময় জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাছগুলো জনসম্মুখে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয়। এ প্রসঙ্গে, শাহরাস্তি উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ আল সাদাফ বলেন,আমরা শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালনা করি।এতে উদ্ধারকৃত “জেলিযুক্ত চিংড়ি মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব চিংড়ি খেলে পেটের নানা সমস্যা ও দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা দেখা দিতে পারে। বাজারে ভেজাল ও নিম্নমানের মাছ বিক্রি রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানে শাহরাস্তি থানা পুলিশের একাধিক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাছের গুণগত মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসনের ও মৎস্য দপ্তর।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.