প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১:৪০ এ.এম
শিক্ষকই জাতি গঠনের মূল কারিগর ও আলোর দিশারী : নির্বাহী অফিসার

মোঃ মাসুদ রানা, শাহরাস্তিঃ শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় দিবসটি উদযাপিত হয়।শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন" (জবপধংঃরহম ঞবধপযরহম ধং ধ ঈড়ষষধনড়ৎধঃরাব চৎড়ভবংংরড়হ) এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার,বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) নাজিয়া হোসেন। তিনি বলেন, “জাতি গঠনের মূল কারিগর হলেন শিক্ষক সমাজ। ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্যটি বর্তমান শিক্ষা সংস্কার ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য অত্যন্ত সময়োপযোগী। শিক্ষাদানকে এখন আর বিচ্ছিন্ন কোনো কাজ হিসেবে দেখা উচিত নয়, বরং এটি একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠিত হওয়া জরুরি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।”।
ইউএনও আরও বলেন, “আমি নিজেও শিক্ষক পরিবারের সন্তান। শিক্ষকতা পেশার সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। এই পেশার মর্যাদা আমি অন্তর থেকে বুঝি।” তিনি যোগ করেন, বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত এই সাতজন গুণী শিক্ষক শাহরাস্তির শিক্ষাক্ষেত্রে আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন। তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষক সমাজের কর্মস্পৃহা ও সামাজিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় আরও উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অন্যান্যের মধ্যে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ অলি উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ আঃ রহিম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেন প্রমুখ।
ওই সময় গুণী শিক্ষক হিসেবে সম্মাননা পান—মেহের ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, শাহরাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈমাম হোসেন, ভোলদীঘি কামিল মাদ্রাসার প্রভাষক নুর আলম, মাদ্রাসা শিক্ষক মোঃ ইউনুছ আনসারী, নিজ মেহের মডেল পাইলট উঃবির শিক্ষক মোঃ হাসান মজুমদার,সপ্রাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার ও সহকারী শিক্ষক মোঃ ফারুক আহমেদ মজুমদার।
আলোচনা সভায় শিক্ষক প্রতিনিধিরা তাদের দাবি-দাওয়াগুলো তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো, পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা উপকরণে সরকারি বরাদ্দ বাড়ানো এবং নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণ। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার এসব দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। বক্তারা সবাই বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে জাতি গঠনে শিক্ষকদের নিঃস্বার্থ ভূমিকার প্রশংসা করেন।এ সময় সংশ্লিষ্ট স্কুল কলেজ মাদ্রাসাও সপ্রাবির প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.