প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ১:৩৪ এ.এম
শিক্ষকদেরকে সম্মান দিতে না পারলে আমরা সঠিক শিক্ষা পাবো না : জেলা প্রশাসক

সুজন চৌধুরী ঃ চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আসুন আমরা শিক্ষকদের সম্মান করি, শিক্ষকদের সম্মান দেই, এই শিক্ষকদের যদি আমরা সম্মান দেই তারা অনুপ্রেরণা পাবে তারা আরো দায়িত্ববান হবে আরো আদর্শবান হবে তাদের পেশাদারিত্ব বাড়াবে আমরা যদি শিক্ষকদের সম্মান দিতে না পারি আমরা সঠিক শিক্ষা পাব না।
শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার এই আলোকে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন এ পৃথিবীতে নবীরা এসেছেন শিক্ষক হিসেবে নবীর নামের সাথে শিক্ষক শব্দ জুড়ে আছে তার মানে আপনাকে কতটা আদর্শবান, চরিত্রবান, দায়িত্ব এবং নেতৃত্ববান হতে হবে। আপনারা সমালোচনা করবেন যৌক্তিক ভাষায় শালীন ভাষায় প্রশংসার মধ্যেই আপনারা সমালোচনা করবেন। শিক্ষকরা আমাদের অভিভাবক শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক শিক্ষকরা আমাদের ধরিয়ে দিবে শিক্ষকরা আমাদের পথ দেখিয়ে দিবে তারা আমাদেরকে শাসন করবে কিন্তু এটাও সত্য শিক্ষকদের ধমক আমরা মানি না। তার কারণ আপনি আপনার শাসন করার যে জায়গাটা সেটা হারিয়ে ফেলেছেন যতটা বুদ্ধিমত্তা থাকার কথা সেটা আপনি হারিয়ে ফেলেছেন এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। তিনি আরো বলেন গুণগত শিক্ষার মান বাড়াতে কোন আন্দোলন করতে দেখি না আপনারা যখন শিক্ষার গুণগত মান নিয়ে আন্দোলন করবেন রাস্তায় দাঁড়াবেন ঠিক অভিভাবকরাও পাশে এসে দাঁড়াবে। কোন অযৌক্তিক বিষয় নিয়ে আমরা যাতে কোন প্রকার আন্দোলনের না গিয়ে সমঝোতা ভিত্তিতে সমাধানের চেষ্টা করি সেদিকে আমাদেরকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। শিক্ষকদের সম্মান ধরে রাখতে হলে যেকোনো যৌক্তিক বিষয় নিয়ে আছো আলোচনায় আসতে হবে।
চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার এস এন এম জামিউল হিকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোসাদ্দেক হোসেন।
বক্তারা শিক্ষকের মর্যাদা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও সহযোগিতামূলক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। আলোচনা সভা ও র্যালিতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.