প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:২৯ এ.এম
চাঁদপুরের প্রথম সরাসরি দৈনিক পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণ ২৭ বছরে পদার্পণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের প্রথম সরাসরি দৈনিক পত্রিকা “দৈনিক চাঁদপুর দর্পণ” ২০ সেপ্টেম্বর (শুক্রবার) ২৭ বছরে পা রেখেছে। লাখো মানুষের মন জয় করে ২৬ বছর পারি দিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে দৈনিক চাঁদপুর দর্পণ। বিগত ২৬ বছর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবদান রেখেছে দৈনিক চাঁদপুর দর্পণ।
এছাড়া এ ২৬ বছরে দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকাটি চাঁদপুর জেলা ফেরিয়ে ঢাকা, কুমিল্লা ও লক্ষ্মীপুর জেলাতেও প্রসার ঘটাতে পেরেছে। জনপ্রিয়তা পেয়েছে অনেক। আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর বছর বছর পত্রিকার গ্রাহকের চাহিদাও বেড়েছে। লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শিল্পী- কলাকুশলীদের কাছে প্রথম প্রকাশিত দৈনিক চাঁদপুর দর্পণ জনপ্রিয়তার ক্ষেত্রে শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। দৈনিক চাঁদপুর দর্পণ চাঁদপুরের গৌরব, সকলের সহযোগিতায় এ গৌরব অর্জন করা সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠার এই শুভ লগ্নে দৈনিক চাঁদপুর দর্পণ পরিবারের পক্ষ থেকে চাঁদপুরবাসীকে জানাই রক্তিম শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
২০২০ সালের ৮ আগস্ট দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরী আমাদেরকে ছেড়ে চলে গেছেন পরপারে। প্রতিষ্ঠার এই লগ্নে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। একই সাথে তাঁর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি।
মৃত্যুর পর থেকে চাঁদপুরবাসী অকুন্ঠ সমর্থণ ও ভালোবাসা নিয়ে ইকরাম চৌধুরীকে চাঁদপুরবাসী তথা দেশবাসীর কাছে অমর করে রাখার জন্য দৈনিক চাঁদপুর দর্পণ পরিবারের একঝাঁক সংবাদ কর্মীকে সাথে নিয়ে তাঁরই ছোট ভাই শরীফ চৌধুরী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়ে অবিরাম কাজ করে যাচ্ছে। একই সাথে রয়েছেন মরহুম ইকরাম চৌধুরীর বড় ভাই মুনির চৌধুরী পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2026 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.