প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১:৪৩ এ.এম
ফরিদগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

গাজী মমিন,ফরিদগঞ্জ ঃ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘন-জনিত অপরাধে ফরিদগঞ্জ বাজারের আউয়াল সুইটসকে ৫ হাজার, বাহার ডেন্টাল কেয়ারকে ৫ হাজার, সৌদিয়া ফার্মেসীকে ১০ হাজার টাকা, ওয়ান স্টার হোটেলকে ১০ হাজার টাকা, বনফুল ফাস্টফুডকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় অভিযানকালে ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে আব্দুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা: ইকরাম চৌধুরী<br>
প্রধান সম্পাদক : মুনির চৌধুরী<br>
ভারপ্রাপ্ত সম্পাদক : শরীফ চৌধুরী <br>
Copyright © 2025 Chandpurdarpan | দৈনিক চাঁদপুর দর্পণ . All rights reserved.